• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটে ৬৬৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

  • ''
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ৬৬৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে বাগেরহাট জেলা সদরের মাংসের দোকানগুলোতে সরকারের বেধে দেয়া এই দামে মাংস বিক্রি শুরু হয়েছে। তবে ব্যবসয়ীরা বলছে ৬৬৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করলে তাদের লোকসান গুনতে হবে। ত্রিশ হাজার টাকা মন দরে বাজার থেকে গরু কিনে এই দামে বিক্রি করে টিকে থাকা যাবে না। তারা বলছেন শুধুমাত্র গরুর মাংসের দাম কমালেই হবে না সকল পণ্যের দাম কমাতে হবে।

অপরদিকে ক্রেতারা বলছেন ৬৬৫ টাকা দরে গরুর মাংস কিনতে পেরে খুশি তারা। তবে এই দাম যেন সব স্থানে কার্যকর হয় এবং দীর্ঘদিন এটি বলবৎ থাকে এই দাবি জানান তারা।

বাগেরহাট শহরের মাংস বিক্রেতা আঃ সালাম জানান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে তারা সরকারের বেধে দেয়া ৬৬৫ টাকা কোিজ দরে গরুর মাংস বিক্রি করছেন। কয়েকদিন বিক্রির পর ভাল ক্ষতির পরিমান জানা যাবে। তবে কম দামে গরুর মাংস বিক্রি করলে বেশি ক্রেতা আসবে বলে তিনি উল্লেখ করেন।

মাংস ক্রেতা লোকমান হোসেন জানান, মাংসের দাম কিছুটা কমেছে এমন সংবাদ পেয়ে তিনি বাজারে এসে কিছু মাংস কিনেছেন। সারা জেলায় এই দাম কার্যকর করার দাবী জানান তিনি।

এবিষয়ে জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।

এর আগে গতকাল রাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের বরাত দিয়ে বাগেরহাটে গরুর মাংস ৬৬৫ টাকা কেজি দরে বিক্রি হবে এমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads